এলিজা বিনতে এলাহী

এলিজা বিনতে এলাহী একজন বিশ্বপর্যটক। এ যাবৎ ঘুরে বেড়িয়েছেন বিশ্বের ৬০টি দেশ ও বাংলাদেশের ৬৪ জেলা। বর্তমানে কাজ করছেন বাংলাদেশে হেরিটেজ ট্যুরিজম বা প্রত্নপর্যটন বিকাশে তার নিজস্ব প্রজেক্ট ‘কোয়েস্ট: অ্যা হেরিটেজ জার্নি অব বাংলাদেশ’ নিয়ে। বাংলাদেশের ঐতিহ্য ভ্রমণ নিয়ে কাজ করার সুবাদে ‘ঐতিহ্য পর্যটক’ উপাধি পেয়েছেন। ভ্রমণে তিনি প্রাধান্য দেন যেকোনো ভূখণ্ডের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি।

এলিজার দুটি ভ্রমণ প্রকাশনা আছে, ‘এলিজাস ট্রাভেল ডায়েরী’ ও ‘এলিজাস ট্রাভেল ডায়েরী-২’ নামে। নিয়মিত ট্রাভেলগ লিখছেন দেশ-বিদেশের বিভিন্ন জাতীয় দৈনিক পত্রপত্রিকা ও ম্যাগাজিনে।

ভ্রমণ ও লেখালেখির পাশাপাশি এলিজা একজন স্বাধীন তথ্যচিত্র নির্মাতা ও প্রযোজক। এখন পর্যন্ত ১টি তথ্যচিত্র পরিচালনার পাশাপাশি প্রযোজনা, চিত্রনাট্য ও গবেষণার কাজ করেছেন ১০টি তথ্যচিত্রে।

তিনি খণ্ডকালীন শিক্ষকতা করছেন সহকারী অধ্যাপক হিসেবে ঢাকার ইউনিভার্সিটি অব সাউথ এশিয়াতে। শিক্ষক হিসেবে ৮টি ইন্টারন্যাশনাল কনফারেন্সে বক্তা হয়ে বাংলাদেশকে তুলে ধরেছেন।

শেরার করুন