কাউছার হায়দার

ফটোগ্রাফার | ফিল্ম মেকার

বাংলাদেশ ভিত্তিক ভিজ্যুয়াল প্রাক্টিশনার, ডকুমেন্টরি ফটোগ্রাফার এবং চলচ্চিত্র নির্মাতা, তিনি ছবি, ভিডি্‌ সিনেমার পোস্টার, আর্কাইভাল ইমেজ, মাল্টিপল এক্সপোজার এবং লিমিটেড এডিশন আর্টিস্ট বুক নিয়ে কাজ করতে ভালোবাসেন।


গল্পটা প্রেক্ষাগৃহের

“‘মানসী’ নামে পুরোনো ঢাকায় একটি সিনেমা হল ছিল। সেই ৮২ বছরের পুরনো সিনেমা হলটির অস্তিত্ব এখন আর নেই। একসময়ের জাদুকরী সুন্দর এই জায়গাটি এখন মাল্টিস্টোরিড সুপারমার্কেটে পরিণত হয়েছে। আমার শৈশবের যত মধুর স্মৃতি রয়েছে, তার অধিকাংশই জড়িয়ে আছে সিনেমা দিয়ে। কারণ শৈশব থেকেই আমি সিনেমার ভক্ত…

সিনেমা হল হারিয়ে গেলেও এর স্মৃতি চিরদিন আমাদের সঙ্গে থাকবে। এই স্মৃতি আমাদের মনে করিয়ে দেবে একসময় সিনেমা হল মানুষের জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিল, ভালোবাসার, আবেগের একটা জায়গা ছিল।”

শেরার করুন