আজ ভূমিষ্ঠ হয়েছে আমার দ্বিতীয় সন্তান ” জিওগ্রাফিকা” – দ্বিতীয় সংখ্যা । যারা সংগ্রহ করতে ইচ্ছুক আপাতত আমাদের Facebook পাতায় যোগাযোগ করতে পারেন । আমাদের ফেসবুক পাতায় অনুরধ করলে সারা দেশে পন্য পরিবহন (Delivary charge) বিনামুল্যে (Free) ।
পরে আমরা জানিয়ে দেবো প্রাপ্তি স্থান । সম্ভাব্য প্রাপ্তি স্থান , বাতিঘর এর এর সকল শাখা । ৬৪ জেলার প্রাপ্তিস্থান জানিয়ে দেওয়া হবে ।
ও হ্যা এবারের প্রচ্ছদ নিবন্ধ (Cover History) হয়েছে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট , চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ লোৎসে বিজয়ী , আমাদাবালাম পর্বতে পা রাখা প্রথম বাংলাদেশী চট্টগ্রামের গর্ব “ডা. বাবর আলী” কে নিয়ে । ১০০ পৃষ্ঠার প্রতিবেদন ।
প্রিয় অভিযাত্রী ও পাঠক পাশে থাকবেন ।
জিওগ্রাফিকার প্রথম সংখ্যাটি পাওয়া যাচ্ছে বাতিঘর ও রকমারিতে ।
#geographica#বিজ্ঞান#ট্রাভেল#science#travel#journal
জিওগ্রাফিকা টিম