পাহাড় এবং সমতলে বসবাসরত আদিবাসী সকলকে জিওগ্রাফিকা পরিবারের পক্ষ থেকে ” বিশ্ব আদিবাসী দিবস” এর শুভেচ্ছা । বৈষম্যহীন হবে পার্বত্য চট্টগ্রাম এটাই আমাদের প্রত্যাশা ।
প্রিয় নতুন প্রজন্ম ! ভ্রমন করুন , অভি্যান করুন , ট্র্যাকিং করুন আমাদের আমাদের পার্বত্য চট্টগ্রামে । সাকাহাফং , যোগী হাফং , জো তলাং আমাদেরি সম্পদ । আপনারা ওখানে গেলে আপনাদের টাকায় এই আদিবাসী , ঊনারা উপকৃত হয় , উপকৃত হয় গড়ে ওঠা অনেক Travel এবং Tourism group । অভিযান বা ট্র্যাকিং শরীর ও সাস্থকে ভালো রাখে এবং মনকে উৎফুল্ল রাখে ।
জিওগ্রাফিকার দ্বিতীয় সংখ্যা হাতে পাবেন শীঘ্রই । ও হ্যা এবারের প্রচ্ছদ নিবন্ধ (Cover History) হতে যাচ্ছে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট , চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ লোৎসে বিজয়ী , আমাদাবালাম পর্বতে পা রাখা প্রথম বাংলাদেশী চট্টগ্রামের গর্ব “ডা. বাবর আলী” কে নিয়ে । ১০০ পৃষ্ঠার প্রতিবেদন ।
প্রিয় অভিযাত্রী ও পাঠক পাশে থাকবেন ।
জিওগ্রাফিকার প্রথম সংখ্যাটি পাওয়া যাচ্ছে বাতিঘর ও রকমারিতে ।
#জিওগ্রাফিকা#geographica#বিজ্ঞান#ট্রাভেল#science#travel#journal
জিওগ্রাফিকা টিম